শুরুর কথাঃ টেক্সটাইল ইনস্টিটিউট টাঙ্গাইল ১৯১১ সালে জেলা “বয়ন বিদ্যালয়” নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৩৩ সালে ১ বছর মেয়াদি “টেক্সটাইল আর্টিজেন কোর্স” ; ১৯৮০ সাল হতে ২ বছর মেয়াদি “ সার্টিফিকেট ইন-টেক্সটাই কোর্স”; ১৯৯৪ সাল হতে ৩ বছর মেয়াদি “ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং” কোর্স ; ২০০০ সালে ৪ বছর মেয়াদি “ ডিপ্লোমা ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং” কোর্স ও ২০০৮ সালে ৪ বছর মেয়াদি “ডিপ্লোমা ইন জুট টেকনোলজী” কোর্স চালু হয়। বর্তমানে টেক্সটাইল ইনস্টিটিউট টাঙ্গাইল-এ ওয়েট প্রসেসিং, অ্যাপারেল ম্যানুফেকচারিং ও জুট প্রডাক্ট ম্যানুফেকচারিং কোর্স চালু রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস